
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করাল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।
জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। মোট ভোটার ৮৭.০৯ লক্ষ, মহিলা ভোটার ৪২.৬২ লক্ষ, পুরুষ ভোটার ৪৪.৪৬ লক্ষ এবং প্রথম ভোট দিচ্ছেন ৩.৭১ লক্ষ, যুব ভোটার ২০.৭ লক্ষ। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট গ্রহণ হবে জম্মু-কাশ্মীরে। ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ভোট। ২৫ সেপ্টেম্বর হবে দ্বিতীয় দফায় নির্বাচন। ১ অক্টোবর তৃতীয় দফায় ভোট। ভোটের ফল প্রকাশ ৪ অক্টোবর।
৯০টি বিধানসভা আসনের হরিয়ানার বিধানসভা নির্বাচন হবে এক দফায়। ১ অক্টোবর ভোট গ্রহণ হবে। ৪ অক্টোবর ভোট গণনা। ২ কোটির বেশি ভোটার রয়েছে হরিয়ানায়। নতুন ভোটার রয়েছেন ৮৫ লক্ষ ।