
ওঙ্কার ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সম্প্রতি ভারত-বিরোধী মন্তব্য করেছেন। মঙ্গলবার জম্মুকাশ্মীর সফরে গিয়ে তাঁকে নিশানা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, পাক-অধিকৃত কাশ্মীর ছাড়া জম্মুকাশ্মীর অসম্পূর্ণ।
পাশাপাশি, জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারও ভূয়সী প্রশংসা শোনা গেল রাজনাথের মুখে। জম্মুকাশ্মীরবাসীর হৃদয়ের সঙ্গে দিল্লির দূরত্ব কমানোর জন্যে ওমর আবদুল্লার প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ বলেছেন, কেন্দ্রের এনডিএ সরকার দিল্লি এবং কাশ্মীরকে সমান চোখে দেখে।
এদিন আখনুর সেক্টরের কাছে ভারতীয় সেনার এক কর্মসূচিতে অংশ নেন রাজনাথ সিং। সেখানে বক্তৃতার সময় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আমাদের ভাই এবং বোনেদের দিল্লির সঙ্গে সংযোগ থাকা দরকার ছিল। পূর্বতন সরকারের আমলে কাশ্মীরকে ভিন্ন চোখে দেখা হয়েছিল, ফলে সেই কাজ হয়নি। অতীতে যেতে চাই না, কাশ্মীরের মানুষের সঙ্গে বাকি দেশের মানুষের হৃদয়ের সেতু বন্ধনের জন্যে আমরা কাজ করছি। এটা আমাদের সরকারের বড় অর্জন।’
তিনি আরও বলেন, ‘যতটুকু ব্যবধান আছে তা কাটিয়ে ওঠার জন্যে সঠিক পদক্ষেপ নেওয়ায় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাকে অভিনন্দন জানাই।’