
উজ্জ্বল হোড়, ডুয়ার্স: বামনহাট ইন্টাইসিটি এক্সপ্রেস ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে এগিয়ে চলছিল নিজের গতিতে। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে ছুটছিল ট্রেন। চালকের নজর পরে, জঙ্গল তিনটি বুনো হাতি এবং একটি বাচ্চা হাতি রেললাইন দখল করে হাঁটছে। লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জে এন আনসারি ও জি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়। থামান হয় ট্রেন। হাতিকে রেললাইন পার হতে সাহায্য করে দুই রেলের চালক। হাতি যখন দলবল অভয়ারণ্যে প্রবেশ করার পরেই ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়।
আর একটি ঘটনা ঘটে শুক্রবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচল করা ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথে। ডুয়ার্সের জঙ্গলের মাঝ দিয়ে যাবার সময় লোকোপাইলট শাবক সহ তিনটি হাতিকে রেল লাইনের ওপর দেখতে পেয়েই ট্রেনের গতি কমিয়ে এনে দাড় করিয়ে দেন । আর এতেই রক্ষা পায় শাবক সহ হাতির পাল। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয়চালককে ধন্যবাদ জানিয়েছে।