
অমিত কুমার দাস,কলকাতাঃ ফের আদালতের দ্বারস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে “কালীঘাটের কাকু”। লোয়ার কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার আদালতে মামলা দায়ের করার আবেদন করেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র “কালীঘাটের কাকু”কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বন্দী দশাতেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। প্যারোলে মুক্তি পান বেহালার “কালীঘাটের কাকু”। তারপরই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। সুজয়কৃষ্ণকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। মঙ্গলবার তাঁর আইনজীবী শারীরিক আসুস্থতার কারণে আদালতের কাছে জামিনের আবেদন জানান। তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের কাছে আবেদন জানায়, দিল্লি বা ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে তারা “ভদ্রকাকুর” চিকিৎসা করাতে চান।
এদিন আদালতেই ‘কালীঘাটের কাকু’র অসুস্থতাকে হাতিয়ার করেই ফের জামিনের আর্জি জানালেন তাঁর আইনজীবী। আদালতে আইনজীবী জানিয়েছেন, সুজয়কৃষ্ণের হার্টের অবস্থা একেবারেই ভাল নয়। হার্টে ৩ টি ব্লকেজ রয়েছে। অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। এবার ওপেন হার্ট সার্জারি করতে হবে। আদালতে আইনজীবীর আবেদন, সুজয়কৃষ্ণকে যেন তাঁর পছন্দের বেসরকারি হাসপাতালে ও পছন্দের চিকিৎসকদের কাছে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়। কিন্তু ইডি এই আর্জির বিরোধিতা করে। উল্লেখ্য, লোয়ার কোর্ট নির্দেশ দিয়েছিল, সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা বা অপারেশন করতে হবে এসএসকেএম হাসপাতালে।