
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: পৃথক কামতাপুর রাজ্য গঠন এবং জীবন সিংহের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি রূপায়ণের দাবীতে সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় অভিযানে সামিল হলো কে এল ও , লিংক ম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটি।
এদিন শহরের পি ডাব্লিউ ডি মোড থেকে সংগঠণের ব্যানার সহ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছনোর চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের।
সোমবারের এই অভিযান প্রসঙ্গে কে এল ও, লিংক ম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটির সভাপতি জোৎস্না রায় বলেন।
আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছি। আমাদের একটাই দাবী পৃথক কামতাপুর রাজ্য তৈরি করতে হবে এবং এবং কেন্দ্রিয় সরকারের অধীনে থাকা জীবন সিংহের সঙ্গে দ্রুত শান্তি আলোচনা শুরু করতে হবে।প্রথমে আন্দোলন কারীদের বাধা দেওয়া হলেও ,কিছুক্ষন পরে উপস্থিত উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা কে এল ও, লিংক ম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটির একটি প্রতিনিধি দলকে জেলা শাসকের কার্যালয়ে প্রবেশে অনুমতি দেন।