
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : ভারত পাকিস্তান সম্পর্কের প্রসার নিয়ে “ইন পারশিউ অফ পিস” (ইমপ্রুভিং ইন্দো -পাক রিলেশনস ) গ্রন্থ প্রকাশ করলেন গ্রন্থটির সংকলক ও পি শাহ। সেন্টার ফর পিস এন্ড প্রোগ্রেস সংস্থা আয়োজিত এই গ্রন্থে স্থান পেয়েছে মোট ৫২ টি রচনা। লেখক তালিকায় আছেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ ও প্রসারভারতী আধিকারিক জহর সরকার, কংগ্রেস নেতা দীপ্তিমান ঘোষ, প্রাক্তন ব্রিগেডিয়ার এন, এস মুখার্জি, সমাজকর্মী আব্দুল আজিজ প্রমুখ।
রবিবার কলকাতার ভারতীয় ভাষা পরিষদ সভাগৃহে এই গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে ভারতের পক্ষে ভারত-পাকিস্থান মৈত্রীর সূত্র দেন জহর সরকার, প্রাক্তন ব্রিগেডিয়ার এন এস মুখার্জির, সংগঠনের যুগ্মআহ্বায়ক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা প্রমুখ। ডিজিটাল মাধ্যমে পাকিস্থানের পক্ষে দুই দেশের নাগরিকদের মৈত্রীর কথা বললেন ইমতিয়াজ গিল, রশিদ মেমন, জুবের ওয়ারশি প্রমুখ।