
নিজস্ব প্রতিনিধিঃ ফের বহুতলে দুর্ঘটনা, রবিবার ভোর সাড়ে ৪ টে নাগাদ, কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে চেতলার অন্তর্গত 1/3A পরমহংসদেব রোডে একটি তিনতলা বাড়ির ওপরের অংশের বারান্দার একটা অংশের কার্নিশ ভেঙে পড়ে ফুটপাতের ওপর। যদিও ভোরবেলা ঘটনা ঘটায় রাস্তায় কোন কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ক্ষতি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কয়েকদিন আগে গার্ডেনরিচে নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর কলকাতা পুরসভার মেয়র খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।