
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনী পার্কিং নিয়ে কড়া মনোভাব দেখালেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সম্প্রতি শহর কলকাতায় বেআইনী পার্কিংয়ের অভিযোগ সামনে আসছে। এমনকি পার্কিং এজেন্সীর বিরুদ্ধে মান্থলি পার্কিংয়ের বিল দেওয়ার অভিযোগ। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার কলকাতা পুরসভায় টক টু মেয়র অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,বেআইনী পার্কিং রুখতে সারপ্রাইজ ভিজিট করা হবে। মান্থলি পার্কিং বিল দেওয়ার অভিযোগ উঠছে কলকাতার একাধিক পার্কিং এজেন্সীর বিরুদ্ধে। এই বিষয়ে মেয়র বলেন, মান্থলি পার্কিং বিল দেওয়ার ক্ষমতা শুধু মাত্র পুরসভার রয়েছে।কোন এজেন্সী দিতে পারেন না। বেআইনী পার্কিং রুখতে কলকাতা পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন ও করেছেন মেয়র ফিরহাদ হাকিম।
বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতে ও বেআইনী পুকুর ভরাটের অভিযোগ উঠছে। যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে পুরসভাকে। বেআইনী পুকুর ভরাট নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর কাছে বকুনি খেতে হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। সূত্রের খবর পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বকুনি খেয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম ও। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,শহরে বেআইনী পুকুর ভরাট রুখতে আমরা করা ব্যবস্থা নেব। পুলিশের সাহায্যে অপরাধীদের আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। কোন দল না দেখে ব্যবস্থা নিক পুলিশ। এখন দেখার পুরসভার এই কড়া মনোভাবের কাছে অসাধু ব্যবসায়ীরা কি করেন।