
নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কলকাতা পুরসভায় ধুন্ধুমার। পুরসভার কাউন্সিলর ক্লাব রুমে বিজেপির সংবাদিক বৈঠকে তৃণমূল ও বিজেপি নেতাদের বাকবিতণ্ডা। তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভা। উল্লেখ্য,উত্তর কলকাতার বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেয় কলকাতা পুরসভা। এই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার কলকাতা পৌরসভার ক্লাবরুমে সাংবাদিক বৈঠক করেন কাউন্সিলর সজল ঘোষ। সেখানেই তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু কথা কাটাকাটি শুরু হয়। তৃণমূলের অভিযোগ, কলকাতা পুরসভার ক্লাব রুমে বিজেপির কাউন্সিলররা থাকলেও বাইরের বিজেপি নেতাদের নিয়ে এসে সাংবাদিক বৈঠক করতে পারেন না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের গায়ে হাত দেওয়ার অভিযোগ করেন তৃণমূলের চিফ হুইপ বাপ্পাদিত্য দাশগুপ্ত।
বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এদিন জানান, আমাদের কোন ভুল থাকলে তা পুরসভা বা কর্তৃপক্ষ আমাদের জানাবে। তৃণমূল কাউন্সিলররা কেন কিছু বলবে? প্রশ্ন সজল ঘোষের।
বিজেপি নেতার বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিজেপির সাংবাদিক বৈঠকে তৃণমূল ও বিজেপির ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনায় উত্তেজনা কলকাতা পুরসভায়।