
নিজস্ব প্রতিনিধি: কলকাতা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হলো ভারত বাংলাদেশ ক্রস বর্ডার সাইকেল র্যা লি। এই সীমানা পেরানো সাইকেল র্যা লির মূল বার্তা ‘ট্রাভেল ফর লাইফ’। ‘ট্রাভেল ফর লাইফ মূলত পর্যটনের পঞ্চশীলের বার্তা বহন করছে।
যার মধ্যে রয়েছে, ভ্রমণের সময় স্থানীয় সংস্কৃতিকে সম্মান করা, যত্রতত্র প্লাস্টিক ব্যবহার করে ফেলে রেখে না আসা, স্থানীয় অধিবাসীদের সম্মান করা ইত্যাদি।
গত বেশ কয়েক বছর ধরেই ভাষা সূত্র এবং হান্ড্রেড মাইলস এই সাইকেল ্যালির আয়োজন করে আসছে। উল্লেখ্য পর্যটনের ক্ষেত্রে হান্ড্রেড মাইলস ইতিমধ্যেই একটি বিশেষ পরিচিত নাম।
এই সাইকেল র্যা লির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী , ভারতীয় পর্যটনের আঞ্চলিক ডিরেক্টর সাগ্নিক চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।