
নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ রেশন দুর্নীতি মামলায় ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় প্রক্তন খাদ্যমন্ত্রীকে। হাসপাতাল সূত্রে খবর, রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যায় বালুর। চিকিৎসকের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার এসএসকেএম হাসপাতালে যায় তদন্তকারী সংস্থা ইডির একটি দল। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।