
মানস চৌধুরী, নিউটাউন: ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে থানায় দ্বারস্থ হলেন এক তরুণী। অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দিনের পর দিন সহবাস করেছেন আইএসএফ বিধায়ক। বুধবার দুপুরে নিউটাউন থানায় অভিযোগ করেন তিনি, সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।
ফুরফুরা শরীফের পীরজাদা তথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বুধবার দুপুরে নিউটাউন থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করলেন এক তরুণী। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দিনের পর দিন সহবাস করেছেন পীরজাদা নওশাদ। বিধায়কের বিরুদ্ধে, শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। তবে কি করে! কবে ভাঙড়ের বিধায়কের সঙ্গে তাঁর পরিচয়, কীভাবে তাদের ঘনিষ্ঠতা! তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি তরুণী
এদিন তরুণীকে নিউটাউন থানায় নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তৃণমূল নেতার দাবি, “উনি বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিলেন। সংখ্যালঘু পরিবারের উচ্চশিক্ষিত মহিলা। তিনি একজন বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা মুখে আনা যাচ্ছে না।” সব্যসাচী আরও বলেন, “এটা আমাদের বিষয় নয়। আইন আইনের পথে চলবে। পুলিশ দেখুক অভিযোগ সত্য না কি মিথ্যে।”জানা গিয়েছে, তরুণী বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা। যদিও অভিযোগ নিয়ে নওশাদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।