
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবা মেয়ের মধ্যে তিক্ততা বছরভর। শিশু জানে না তার ভবিষ্যত কি? ভরা এজলাসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো একরত্তি সুকন্যা (নাম বদল) বিরল দৃশ্য ভরা এজলাসে।
“আমি মা এর কাছে থাকবো “নির্ভয়ে জানায় একরত্তি। শুনেই স্বামী – স্ত্রীর মধ্যে বিবাদ ভাঙাতে উদ্যোগী বিচারপতি অমৃতা সিনহা।তৎখনাত বাবার কোল থেকে মায়ের কোলে বাচ্চাকে পাঠাতে নির্দেশ দেন বিচারপতি ।মঙ্গলবার মামলা শুনবে ।ততদিন বাচ্চা মার কাছে থাকবে ।বাচ্চা কে আদালতে আসতে হবে।মা এর বাচ্চা মানুষ করার ক্ষমতা আছে কি না জানতে চান বিচারপতি । একসাথে থাকুন আপনারা ,প্রয়োজনে বাবা বাচ্চার ভরণ পোষণ দেবেন ।কিন্তু সেটা মামলা শোনার পর নির্ধারিত হবে । বজবজের দম্পতি কলহ । আদালতে মামলা ।আদালত কক্ষে উপস্থিত বাবা মা ও বাচ্চা ।বাবার কোলে বাচ্চা। মা অনতি দূরে দাঁড়িয়ে। মামলার শুনানির সময় কাছে আসতে মার কোলে যাবার জন্য বাবার কানে কানে বলে বাচ্চা ।কিন্তু সেটা মাইকের সামনে তাই বিচারপতি সহ সবাই ।শোনার পর মানবিক রূপে বিচারপতির নির্দেশ ।”বাচ্চা মার কাছে যেতে চাইছে ওকে ওখানে যেতে দাও” স্বামী কে অনেক বোঝানোর চেষ্টা করেন বিচারপতি অমৃতা সিনহা । দ্বন্দ্ব কমেনি ।মঙ্গল বার মামলা শুনবেন বলে জানান বিচারপতি সিনহা। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ঘটল এমনি দৃশ্য।