
নিজস্ব প্রতিনিধি: শীতে কাঁপছে গোটা শহর। আজও ফুটপাতে ঘুমানো মানুষের সংখ্যা তিলোত্তমায় কম নয়। আর তাঁদের জন্য কাজ করে যাচ্ছেন রানিকুঠির বাসিন্দা দেবাশীষ ব্যানার্জি। শীতের রাতে ফুটপাতে শুয়ে থাকা মানুষদের গায়ে গরম কম্বল তুলে দেন তিনি। এমনিতেই দেবাশীষ বাবুকে সারা বছরই কখনো ডেঙ্গি মোকাবিলায় ব্লিচিং ছড়াতে দেখা যায়, আবার কখনো তিনি মশার হাত থেকে রক্ষা করতে মানুষকে মশারি বিতরণ করতে এগিয়ে আসেন। মাকে শ্রদ্ধা জানাতেই এমন সামাজিক কাজকে বেচে নিয়েছেন তিনি। তিনি বলেন, মায়ের নির্দেশেই তার এই সেবা কাজ।