
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা নিয়ে সোমবার ফের আদালতে কড়া নাড়লেন অধীর চৌধুরী। ৮ জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে হিংসা, রক্তপাত, মৃত্যু, অশান্তি নিয়ে ব্যক্তিগতভাবে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আদালতের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অধীর চৌধুরী আদালতে জনান যাঁরা আক্রান্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে নির্বাচন কমিশন ও রাজ্যকে নির্দেশ দিক আদালত। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্যও আদালতকে ব্যবস্থা নিতেও আর্জি জানান তিনি।
অধীর চৌধুরীর দাবি, গোটা রাজ্যে সন্ত্রাস চলেছে। তাঁর নিজের জেলা মুর্শিদাবাদ সহ সব জায়গায় ভোটের দিন গরিব বা নিম্ন মধ্যবিত্তের উপর আক্রমণ চলেছে। মানুষ জানেনা কোথায় যেতে হবে ? অনেকে হাসপাতালেও যেতে পারেননি। প্রশাসনও নিরুত্তর ছিল।
আর্জি শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। এদিনই মামলার শুনানির সম্ভাবনা। অন্য দিকে গণনা কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স চেয়ে এদিনই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। মামলায় কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের নিরাপত্তাও চাওয়া হয়েছে। ১ টায় নির্বাচন কমিশনকে কপি সার্ভ করে আসতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা।