
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ধর্মতলা বাসস্ট্যান্ডের স্থান পরিবর্তন হচ্ছে না। বরং মূল জায়গায় বাস স্ট্যান্ড রেখে এবার হাই কোর্টের নির্দেশে স্মৃতিসৌধ বাঁচাতে উদ্যোগী হল রাজ্য। ওই জায়গায় আগের পরিকল্পনা অনুযায়ী ‘মাল্টি লেভেল কার পার্কিং’য়ের ব্যাবস্থা করা হচ্ছে বলে শুক্রবার এই সংক্রান্ত মামলায় হাই কোর্টে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
এদিন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এজি আরও বলেন, “মূল বাস স্ট্যান্ড জায়গায় রেখে এলাকা সাজাতে উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যে রাইটস-কে সমীক্ষার কাজ শুরু করার জন্য বরাত দেওয়া হয়েছে।” সম্প্রতি সেনাবাহিনী, মেট্রো রেল, পূর্ত, পুরসভা সহ সব দফতরের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এজি জানান। তার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে এই বৈঠকের নথি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রয়োজনীয় অনুমতির ব্যাবস্থা করার নির্দেশ দেয়। কারণ একদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মত সৌধ বাঁচানোর সঙ্গে সঙ্গে দুটি মেট্রো রেলের জংশন এখন ধর্মতলায়। ফলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এবিষয়ে পদক্ষেপ করতে সব পক্ষকে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ৬ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।