
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বিষ্ণুপুরের বিজেপিপ্রার্থী ভোলানাথ মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনায় ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে গননা কেন্দ্র এবং দুই হাসপাতালের সিসিটিভি ফুটেজ এখনই বাজেয়াপ্ত করতে হবে বলেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
ময়নাতদন্ত ছাড়া দাহ করার মত গুরুতর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যেভাবে ময়নাতদন্ত ছাড়া দেহ দাহ করা হয়েছে, অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি তাতে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে বলে এদিন মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। কেনও অভিযোগ পেয়েও পুলিশ FIR করেনি এদিন তা জানতে চান বিচারপতি জয় সেনগুপ্ত। ২১ জুলাইয়ের অভিযোগকে এখনই FIR হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করতে হবে বলেও এদিন জানিয়েছে আদালত। ১৮ আগস্ট পরবর্তী শুনানিতে কেস ডাইরি সহ রিপোর্ট দিতে হবে। যে ভিডিও ফুটেজ পুলিশ মৃতের বাড়ি গিয়ে তুলেছে তাই নিয়ে পরিবার হলফনামা দেবে ওইদিন। প্রসঙ্গত বিষ্ণুপুর ১ নং ব্লকের দড়িকাওয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন ভোলানাথ মণ্ডল মণ্ডল। পরিবারের অভিযোগ ভোট পরবর্তী হিংসায় তাঁকে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। মৃতের পরিবারের আরও অভিযোগ পুলিশকে জানানো হলেও তারা এফআইআর নেয়নি। শুধু তাই নয় ময়নাতদন্ত ছাড়াই দেহ দাহ করে দেয় তারা। পরে ২১ জুলাই ডায়মণ্ডহারবার পুলিশ সুপারের অফিসে গিয়ে তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়ের হয় হাই কোর্টেও। সেই মামলার প্রথম দিনের শুনানিতেই ভোলানাথ মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনায় ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।