
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সত্বেও রাজ্য প্রশাসন তদন্তে সহযোগিতা করছে না বলে হাই কোর্টে নালিশ ঠুকলো NIA । প্রসঙ্গত হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, চন্দননগর এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র জাতি সংঘর্ষ এবং হিংসার ঘটনা ঘটে। সেই ঘটনার NIA তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় ২৭ এপ্রিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্ষের ডিভিশন বেঞ্চ NIA তদন্তের নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রাজ্যের যুক্তি ছিল রাম নবমীর মিছিলকে কেন্দ্র হিংসার ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্ন। এরসঙ্গে দেশের নিরাপত্তার কোনও সম্পর্ক নেই। তাই এই মামলার তদন্ত কিছুতেই জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA-কে দেওয়া যায় না।
সুপ্রিম কোর্টেও ধাক্কা খায় রাজ্য। দেশের শীর্ষ আদালতও NIA তদন্তের পক্ষে সায় দেয়। সেই নির্দেশের পরেও কোনো নথি রাজ্য পুলিশ তাদের দিচ্ছে না বলে বুধবার হাই কোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে অভিযোগ করলো তদন্ত সংস্থা NIA । কাল বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।