
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। মথুরাপুর ১নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেছেন তিনি। তাঁর অভিযোগ, সেখানে বোর্ড গঠনের প্রস্তুতি নিয়েছিল নির্দল এবং সিপিএম-এর জয়ী প্রার্থীরা। অভিযোগ একদল দুষ্কৃতি প্রকাশ্যে তিনজন নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করেছে।কলকাতা পিয়ারলেস হাসপাতালের সামনে ওই তিন নির্দল জয়ী প্রার্থী ও সিপিআইএম ৪ জয়ী প্রার্থীরা জড়ো হয়। সেই সময় ৪টি গাড়িতে দুষ্কৃতীর দল এসে ওই তিনজন নির্দল জয়ী প্রার্থীদের অপহরণ করে। এবার তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন কান্তি। তাঁর আরও অভিযোগ, এদিন সকালে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে গেলে তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। অপহরণের ঘটনায় পুলিশ পদক্ষেপ গ্রহণ না করায় পুলিশের বিরুদ্ধে কান্তি অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন। আগামী সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির সম্ভাবনা।