
ওঙ্কার অনলাইন ডেস্কঃ ‘পোস্টিং’ দুর্নীতি কাণ্ডে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ একটা লড়াই চলছে, যুদ্ধ এখনও বাকি। এদিন বীরভূম, বাঁকুড়া, এবং মুর্শিদাবাদে যাঁরা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাঁদের নাম, ঠিকানা, রোল নম্বর, বাবার নাম, ঠিকানা আগামী ১০ দিনের মধ্যে পর্ষদের ওয়েব সাইটে আপলোড করার নির্দেশও দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।
প্রসঙ্গত উল্লেখ্য ‘পোস্টিং’ দুর্নীতি মামলায় মঙ্গলবারই রাত সাড়ে আটটা থেকে প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি, জেলবন্দি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সকাল নটা থেকে ফের মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভিডিও রেকর্ডিং করারও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের সময় প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে সিবিআইকে সাহায্য করতে নির্দেশ দেন বিচারপতি। বুধবার ছিল সেই মামলার পরবর্তী শুনানি। এদিন আদালতে মানিক ভট্টাচার্য্যর মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ একটা লড়াই চলছে, যুদ্ধ এখনও বাকি।
বুধবার আদালতে সিবিআই-এর আইনজীবী জানান মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্য্য জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। গতকাল এবং আজ সকালের জিজ্ঞাসাবাদ ক্যামেরাবন্দী করা হয়েছে। মানিক ভট্টাচার্য্য তদন্তে সহযোগিতা করছেন, জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে বলেও আদালতে জানান সিবিআই-এর আইনজীবী।
এদিন এজলাসে অনেকের চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আগামী শুক্রবার জিজ্ঞাসাবাদের রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। তদন্তে কি কি তথ্য পেল জানাতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। পাশাপাশি ইডিকেও ২ অগস্টের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগামী ৩ অগস্ট দুপুর দুটোয় মামলার পরবর্তী শুনানি।
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে পাকাপাকি ছুটিতে পাঠানোরও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মধুসূদন ভট্টাচার্য। তিনি মেমারির তৃণমূল বিধায়কও। পর্ষদের আপার ডিভিশন ক্লার্ককে দিয়ে হলফনামা জমা দেওয়ার কারণে মধুসূদনের উপর চরম ক্ষুব্ধ উচ্চ আদালত। শিক্ষকের স্থানান্তর সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, পূর্ব বর্ধমান জেলা শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আদালতে হলফনামা জমা দিতে হবে। কিন্তু চেয়ারম্যানের পরিবর্তে পর্ষদের একজন আপার ডিভিশন ক্লার্ক এই হলফনামা জমা দেওয়ায় মধুসূদন ভট্টাচার্যকে পাকাপাকি ছুটিতে পাঠানোরও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।