
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বেকার চাকরিপ্রার্থীদের নিয়ে আর কত ভুল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক ভুল কতবার করবে সেই প্রশ্ন তুলে পর্ষদকে ১০ হাজার টাকা জরিমানা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও পর্ষদের ভুলে এতদিন চাকরির সুযোগই পাননি এক প্রার্থী। অভিযোগ খতিয়ে দেকার পর ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১০ হাজার টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলাকারী উৎপল আচার্য দাবি করেছেন যে, পর্ষদ গত ২০২২ সালের ১১ নিভেম্বর একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, তিনি ৯০ নম্বর পেয়ে টেট উত্তীর্ণ হয়েছেন। মামলাকারীর দাবি, ২০২০ ও ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় তাঁর নাম রয়েছে। তাই তাকে চাকরির সুযোগ দেওয়া হোক। দাবি ২০১৪ সালের টেট উত্তীর্ণ হওয়ার সত্তেও পর্ষদের গাফিলতির কারনে এতদিন তা প্রকাশ পায়নি। কিন্তু ২০২২ সালের নোটিফিকেশন জারি হতে দেখা যায় তিনি ৯০ পেয়েছেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ রুল অনুযায়ী সমস্ত উত্তীর্ণ প্রার্থীকে ইন্টারভিউতে সুযোগ দেওয়ার কথা। কিন্তু উত্তীর্ণ হওয়ার সত্তেও এতদিন তাকে ডাকা হয়নি। বার বার পর্ষদের এই ধরনের গাফিলতির জন্য ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি প্রার্থীকে এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউতে ডাকতে হবে এবং যোগ্য বিবেচিত হলে তাকে চাকরিতে নিযুক্তও করতে নির্দেশে দিয়েছেন তিনি।