
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন ভাঙড়ের ৮২ জন ISF প্রার্থী। ভাঙড়ের ৮২ জন আইএসএফ প্রার্থীকে নতুন করে মনোনয়নের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। ডিভিশন বেঞ্চের অন্তবর্তীকালীন নির্দেশ এখনই নতুন করে মনোনয়ন জমা নয়, ১৫ দিন পর নেওয়া হবে সিদ্ধান্ত। ফলে আপাতত নির্বাচনে লড়তে পারবেন না ভাঙড়ের ওই ৮২ জন ISF প্রার্থী। ১৫ দিন পর ফের মামলার শুনানি। তখনই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা উচ্চ আদালতের। আপাতত নতুন করে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না ওই ৮২ জন ISF প্রার্থী ।
প্রসঙ্গত মনোনয়নপত্র জমা দিলেও রাজ্য নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে আচমকাই মুছে যায় ওই ওই ৮২ জন ISF প্রার্থীর নাম। ফের নতুন করে মনোনয়নপত্র জমা দেবার আবেদন জানিয়ে হাই কোর্টে আবেদন জানান তাঁরা। গতকাল অর্থাৎ সোমবার বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে নির্দেশ দেন ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখতে হবে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে ওই ৮২ জনকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সুযোগও করে দিতে হবে কমিশনকে। এদিন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। এদিন সেই মামলায় উভয়পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর ৮২ জন আইএসএফ প্রার্থীকে নতুন করে মনোনয়নের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।