
ওঙ্কার ওনলাইন ডেস্কঃ হাই কোর্টে জোর ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের দিন নিজের ভোট কেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না তিনি। তাঁকে নজরবন্দী করতে নোটিশ দেন কাঁথি থানার আইসি। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে শুক্রবার দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এদিন বেলা ১ টায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি। শুনানিতে শুভেন্দুর আবেদন খারিজ করে দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ভোটের দিন নিজের ভোট কেন্দ্রের বাইরে যাতে বেরোতে না পারেন সে কারণে পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে। পুলিশের দেওয়া নোটিশের সিদ্ধান্তই বহাল রাখল উচ্চ আদালত।
এদিন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ভোটের দিন ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিজের নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ পারবেন না শুভেন্দু অধিকারী। ভোটের দিন নিরাপত্তা রক্ষী নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরতেও পারবেন না তিনি।
এদিন হাই কোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রশ্ন করেন কি ভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবে নির্দিষ্ট জায়গায় আটকে দিতে পারে পুলিশ প্রশাসন ? তাঁর আরও অভিযোগ, শাসকদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বিরোধীদের ক্ষেত্রে অন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সওয়াল জবাবে কমিশনের আইনজীবী জানান নির্দিষ্ট কোন ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়নি। সকল রাজনৈতিক দলের বিধায়ককেই এই নোটিশ দেওয়া হয়েছে। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর শুভেন্দুর আবেদন খারিজ করে দেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ফলে ভোটের দিন নিজের ভোট কেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা।