
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর জোড়া আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মামলাকারী অধীর চৌধুরী পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধির পাশাপাশি সমস্ত প্রার্থীর নিরাপত্তা সুনিশ্চিত করতেও আদালতে আর্জি জানিয়েছিলেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ এক দফাতেই শনিবার ভোট হবে পঞ্চায়েতের। কেন্দ্র, রাজ্য নির্বাচন কমিশনের আর্জি মতো পর্যাপ্ত পরিমানে বাহিনী দিচ্ছে, ফলে পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধির প্রয়োজন নেই। এ ব্যাপারে ১৩ জুন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। প্রসঙ্গত অধীরের সঙ্গে একই দাবিতে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিও। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এই মামলার ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল। পাশাপাশি ভোটার এমনকি ভোটকর্মীদের নিরাপত্তা নিয়েও একাধিক বার নির্দেশ দিয়েছে আদালত। সেই জন্যই অধীর চৌধুরীর জোড়া মামলাটি খারিজ করা হল। এদিন অধীর চৌধুরীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কৌস্তভ বাগচী, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এবং প্রতীপ চট্টোপাধ্যায়।