
নিজস্ব প্রতিনিধিঃ গত মাসে মুর্শিদাবাদে হরিহরপড়ার থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় দ্বিতীয় ময়না তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ময়না তদন্তের রিপোর্ট ও inquest রিপোর্টের মধ্যে তফাৎ রয়েছে বলে দ্বিতীয় ময়না তদন্তের নির্দেশ আদালতের। SSKM হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়না তদন্ত করাতে হবে এবং ৬ মার্চ কেস ডাইরি আদালতে হাজির করতে হবে বলে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। প্রসঙ্গত জানুয়ারি মাসের শেষে হরিহরপড়ার থানা এলাকায় ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক বাবা ও নাবালক ছেলে। পরিবারের অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়। চোখ খুবলে তুলে নেওয়া থেকে দেহের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন ছিল। এমনকি অ্যাসিড ঢেলে দেহ পোড়ানোর চেষ্টা হয়। অথচ ময়না তদন্তের রিপোর্ট তার তেমন উল্লেখ নেই বলে অভিযোগ। এই অভিযুক্ত বাবা ও নাবালক ছেলের বিরুদ্ধে কয়েক মাস আগেও একই ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন মামলাকারির আইনজীবী। আগের ওই ঘটনা যুক্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ও পক্স ধারা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদনমামলাকারির আইনজীবীর তরফে।