
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দুবছর পর গ্রামে ফিরছেন গ্রামছাড়া ৫৭ পরিবার। আমতার ৫৭টি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। এদিন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে নিরাপত্তা দিতে নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্ত। পাশাপাশি হাওড়ার চন্দ্রপুর গ্রামে পুলিশ পিকেট বসাতেও নির্দেশ দেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনের পর অশান্তি এবং গোলমালের জেরে গ্রাম ছাড়ে সিপিআইএম-এর ৫৭টি পরিবার। পঞ্চায়েত ভোট দিতে গ্রামে ফিরলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে হাই কোর্টে নিরাপত্তা চেয়ে মামলা করেন ৫৭ পরিবারের সদস্যরা। সেই মামলাতেই বুধবার হাওড়া গ্রামীন পুলিশ সুপারকে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।