
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ সিঙ্গল বেঞ্চের পর এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও জয়ী রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বে গোলমালের ঘটনায় মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কমিশনের ডিজি (তদন্ত) রাজ্যের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করবেন বলে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। ওই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের ওই নোটিস খারিজ করে দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ। এরপর পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় জাতীয় মানবাধিকার কমিশন। বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চও।