
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ ববিতা সরকারের করা মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ না করার আবেদন খারিজ করে দেয়। প্রসঙ্গত একই রায় দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যান ববিতা সরকার সহ কর্মরত শিক্ষকদের একংশ। উল্লেখ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি হারান ববিতা সরকার। এরপরই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওএমআর শিট প্রকাশে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানান উদ্বিগ্ন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ওই তালিকা প্রকাশ হলে তাঁদের চাকরি চলে যেতে পারে।
এদিন পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি জানান পাবলিক সার্ভিস নিয়ে দুর্নীতি হলে আদালত চোখ বুঝে থাকতে পারে না। এইক্ষেত্রেও কোর্ট সেটা অস্বীকার করতে পারে না।
তবে তালিকায় নাম প্রকাশের পর যদি কোনো শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন থাকে তাহলে সিঙ্গেল বেঞ্চ আগে তাদের শুনানির সুযোগ দেবে। তারপরেও সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে এসএলপি আছে তার নিষ্পত্তি হওয়ার পরেই তাদের চাকরি নিয়ে পদক্ষেপ করা যাবে। এসএসসি-র আবেদনে ২১ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই পর্যন্ত তালিকা প্রকাশের সময়ও এদিন বাড়িয়ে দেয় ডিভিশন বেঞ্চ।