
নিজস্ব প্রিতিনিধিঃ কলকাতা হাইকোর্টে খারিজ হল শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন। সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ওপর হামালার ৫৬ দিন পর রাজ্য পুলিশ গ্রেফতার করে শাহজাহানকে। তার এক সপ্তাহেরে মধ্যেই সন্দেশখালি কাণ্ডের এই মাস্টার মাইন্ডকে হাতে পায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর মধ্যেই পিএমএলএ অ্যাক্টে অভিযুক্ত থাকায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিল শাহজাহানের আইনজীবী। আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ইডির দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয় শেখ শাহজাহানের আইনজীবী। CBI তাঁকে গ্রেফতার করলেও ED যেন তাকে গ্রেফতার না করে সেই কারণেই আগাম জামিনের আবেদন জানানো হয়েছিল শেখ শাহজাহানের তরফে। হেফাজতে থাকা এক অভিযুক্তের সূত্রে আমরা শেখ শাহজাহানের নাম জানতে পেরেছে বলে আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও ইডির তরফে জানানো হয় তল্লাশি চালাতে যাওয়ার সময় তাঁদের ওপর আক্রমণ করা হয়। পরে আবার তল্লাশি চালাবার আগেই সব সরিয়ে ফেলা হয়েছিল বলেও জানিয়েছেন ইডির আইনজীবী।