
গোপাল শীল, কুলপি:শাসকদলের আক্রমণে মারা গেলেন কুলপি ব্লকের দৌলতপুর গ্রামের 12 নম্বর বুথের কংগ্রেস সমর্থিত নির্দল দলের সভাপতি আলফাজ হালদার। কুলপি বিধানসভার দৌলতপুর গ্রামের বাসিন্দা ছিলেন আলফাজ হালদার। তিনি এবারের পঞ্চায়েত নির্বাচনে কুলপি ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর বুথের কংগ্রেসের সভাপতি ছিলেন । স্থানীয় সূত্রে জানা গেছে গত সোমবার রাতে ওই এলাকার নির্দল প্রার্থী গৌতম ব্যানার্জির সমর্থনে কাজী পাড়াতে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন আলফাজ। অভিযোগ সেই সময় অতর্কিতে তৃণমূলের লোকজন তাদের উপর হামলা করে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে কুলপি গ্রামীণ হাসপাতাল, পরে ইকবালপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ তার মৃত্যু হয়।