
সুকান্ত চট্টোপাধ্যায়,হাবড়া:
ট্রেনের টিকিটের মতোই বামদের পক্ষ থেকে মঙ্গলবার “চোর তাড়ানোর টিকিট” তুলে দেওয়া হল রেল যাত্রীদের হাতে।উল্লেখ্য এসএসসি ,কয়লা পাচার,গরুপাচার সহ একাধিক দুর্নীতিতে জড়িয়েছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম।তাদের মধ্যে একাধিক জন জেলেও রয়েছেন।এর মাঝেই জোর কদমে চলছে ইডি ও সিবিআইয়ের তদন্ত।এই নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন বামেরা।বাংলার বিভিন্ন প্রান্তে “চোর ধরো জেলে ভরো” কর্মসূচিও করতে দেখা গেছে বাম সমর্থিত কর্মীদের।এবার অভিনব উদ্যোগ নেওয়া হল বাম যুব সংগঠনের সদস্যেদের পক্ষ থেকে ।ট্রেনের টিকিটের অনুকরণে চোর তাড়ানোর টিকিট তুলে দেওয়া হল যাত্রীদের হাতে ।এই টিকিটে গন্তব্যস্থল হিসাবে উল্লেখ করা হয়েছে চোর,লুটেরা,দাঙ্গাবাজদের পঞ্চায়েত থেকে জনগণের পঞ্চায়েত। গন্তব্যস্থলে পৌঁছানোর তারিখ দেওয়া হয়েছে ৮- ৭ ২০২৩ ।অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দিন।টিকিটের উলটো দিকে লেখা রয়েছে বামেরা ক্ষমতায় এলে কি করবেন তার তালিকা।বামেদের এই অভিনব প্রচার ব্যাপক চাঞ্চল্য ফেলেছে যাত্রীদের মধ্যেও।
মঙ্গলবার বাম যুব কর্মীদের এই অভিনব প্রচার করতে দেখা বনগাঁ – শিয়ালদা শাখায়। তারা প্রথমে হাবড়া প্ল্যাটফর্মে সাধারণ মানুষের হাতে এই টিকিট তুলে দেন ।এর পর যুব কর্মীরা ট্রেনে এই অভিনব “চোর তাড়ানোর টিকিট” বিলি করতে করতে বনগাঁ যান , ফের বনগাঁ থেকে হাবড়ায় ফিরে আসেন ।