বিশেষ প্রতিনিধিঃ বন্যা বিদ্ধস্ত লিবিয়া বন্দরনগরী দারনা। লাশের স্তুপ সরিয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে শহর। ছন্দে ফিরছে জন জীবন। এরই মাঝে দারনার মেয়র আবদুলমেনা আল ঘাইথির বাড়ি আগুনে পুড়িয়ে দিল আমজনতা। অভিযোগ, গত সপ্তাহের ভয়াবহ বন্যার পূর্বাভাস দিতে ব্যর্থ দারনা পুরনিগম।
দারনা বাসিন্দাদের অভিযোগ, প্রচুর ঝড়বৃষ্টি যে হতে যাচ্ছে, সে ব্যাপারে পুরনিগম কর্তৃপক্ষ আগেই জানতে পেরেছিল। কিন্তু সতর্ক করা হয়নি, সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, তাদের নিরাপদে সরতে না বলে বাড়িতে বলেছিলেন মেয়র আবদুলমেনা আল ঘাইথির। তবে পুর কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।
গত সোমবার রাতে কয়েক হাজার স্থানীয় বাসিন্দারা সাহাবা মসজিদ এলাকায় জড়ো হন। শুরু করেন বিক্ষোভ দেখাতে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় স্থানীয় সরকারের পদত্যাগের দাবি করেন। এক দল বিক্ষোভকারি মেয়র আবদুলমেনা আল ঘাইথির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়ে যায়, মেয়রের অট্টালিকা। যদিও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। সূত্র – BBC