
কোয়েল বণিক, কলকাতাঃ সবজির বাজারে আগুন। দাম এখন আকাশছোঁয়া। মাথায় হাত সাধারন মানুষের। একলাফে দাম বাড়ল সবজির। শুধু তাই নয় পেট্রোল-ডিজেল থেকে শুরু করে দাম বেড়েছে মোবাইলের রিচারজের প্ল্যানও। রেকর্ড দামে বিক্রি হচ্ছে সবজি। ফলে বাজার করতে গিয়ে প্রায় খালি ব্যাগ নিয়ে ফিরতে হচ্ছে খাদ্যরসিক বাঙ্গালিকে। কারন নিত্যপ্রয়োজনীয় সবজির যেভাবে দাম বাড়ছে তাতে ছ্যাকা খেতে হচ্ছে আমজনতাকে। চড়া দামে বিক্রি হচ্ছে আলু, পটল, ঝিঙ্গে, বেগুন, আদাসহ অন্যান্য । বাজারে একাধিক সবজির দাম ৮০ থেকে ১০০ র কাছাকাছি। সবজির দাম যে এখন কমছে না সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। দাম যে কমছে না বাজারে গিয়ে টের পাচ্ছেন মধ্যবিত্তরা। আলু বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৪০ টাকায়। পেঁয়াজ ৫০ টাকায়। আলু, পেঁয়াজ, কাচা মরিচ, বেগুন, পটলসহ অন্যান্য সবজিগুলি দাম বেড়েছে একলাফে। শনিবার ৬ জুলাই কলকাতার যদুবাবুর বাজারে ঘুরে দেখা গেছে টমেটো ৭০ টাকা, পটল ৫০ টাকা, ঝিঙে ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাধাকপি ৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, সবজির দাম বেড়ে যাওয়ায় কম বিক্রি হচ্ছে তাদের। এছাড়াও ক্রেতাদের দাবি, দাম বৃদ্ধি হওয়ায় সম্যসার মুখে তারা। অনেকেই মনে করছেন ঠিক সময় বৃষ্টি না হওয়ার কারনে সবজির দাম রয়েছে চড়া। চাহিদার সঙ্গে জোগান দিতে না পারার ফলেই বাড়ছে সবজির দাম।