
নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু ভোটের ঢাকে কাঠি পরে গেছে। আর নির্বাচনকে সামনে রেখে পরিচালন কমিটি তৈরি হল বঙ্গ বিজেপির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শীর্ষে রেখে ২০ জনের কমিটি তৈরী হয়েছে।
নির্বাচন পরিচালন কমিটিতে সুকান্তর পাশাপাশি রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এছাড়াও কমিটিতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন। কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন অমিত মালব্য, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। তালিকা সবদিক ভারসাম্য বজায় রেখে তা তৈরি করা হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মতামত।