
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ চতুর্থ দফা নির্বাচনের আগে বড় স্বস্তি। অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট ১ জুন অর্থাৎ লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। পাশাপাশি ২ জুন তাঁকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ শুনানি হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলার। সুপ্রিম কোর্টের কাছে অরবিন্দ আবেদন জানিয়েছিল, চলতি লোকসভা নির্বাচনে তাঁকে প্রচার করতে দেওয়া হোক। তার জন্য তিনি আদালতে পিটিশন দাখিল করেছিলেন। এদিন শুনানি চলাকালীন এই পিটিশন নিয়ে বিরোধিতা করেছিল ইডি। ইডি আইনজীবী আদালতে জানিয়েছিল আইন সকলের জন্য এক। নির্বাচনে প্রচার করতে পারা মৌলিক, সাংবিধানিক এমনকি আইনি কোনও অধিকারের মধ্যে পড়ে না। এর জবাবে বিচারপতি সঞ্জীব খন্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চে বলেছিল, কেজরিওয়াল একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমানিত হয়নি। এর পর বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। পাশাপাশি ২ জুন তাঁকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।