
নিজেস্ব প্রতিনিধিঃ লখনউ বিমানবন্দর চত্বরে মিলল তেজস্ক্রিয় পদার্থ! তাৎক্ষণিকভাবে খালি করা হয় লখনউ চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর। একটি বাক্সে করে ওষুধ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই বাক্সেতে খোঁজ মিলেছে, তেজস্ক্রিয় পদার্থের।
লখনউ চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় একটি বাক্স স্ক্যান করার সময় অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্ক ছড়ায় আন্তর্জাতিক বিমানবন্দরের। ঘটনাস্থলে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা এজেন্সি এনডিআরএফ, পুলিশ, দমকলকে। গোটা কার্গো এরিয়া খালি করে দেওয়া হয়। জানা গিয়েছে ওষুধের বাক্সের ভেতর তেজস্ক্রিয় পদার্থ লখনউ থেকে গুয়াহাটিগামী একটি বিমানে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তেজস্ক্রিয় পদার্থের বাক্স ফেটে লিক করতে শুরু করে। সংজ্ঞাহীন হয়ে পড়েন দুই কর্মী।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে লখনউ থেকে গুয়াহাটিগামী একটি বিমান ওড়ার আগে টার্মিনাল ৩-তে স্ক্যানিংয়ের সময়ই অ্যালার্ম বেজে ওঠে। উদ্ধার করা হয় লিক হয়ে যাওয়া তেজস্ক্রিয় পদার্থ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। টার্মিনাল ৩ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়। বিমানবন্দর সূত্রে খবর, ক্যান্সারের রেডিয়ো অ্যাক্টিভ ওষুধ লিক করেই এই দুর্ঘটনাটি ঘটে। দুই অসুস্থ কর্মীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরের কার্গো টার্মিনালে ক্যান্সারের রেডিয়ো অ্যাক্টিভ ওষুধ লিক হয়ে গিয়েই বিপত্তি বলে বিমানবন্দর সূত্রে জানান হয়েছে।