
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের সিসিইউ তে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এসএসকেএম সূত্রে খবর, মদন মিত্রের কাঁধের হাড় ভেঙেছে। একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। তিনি আপাতত স্থিতিশীল হলেও এখনও সংকট কাটেনি।
প্রসঙ্গত, সোমবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের চিকিৎসা শুরু হয় মদনের। শ্বাসকষ্টের সমস্যাও ছিল। পরের দুদিন স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন।