
প্রশান্ত দাস,মালদা:আগামী লোকসভা ভোটে তৃনমূল কংগ্রেসের সঙ্গে কোন জোট করা হবেনা বলে সাফ জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার মালদার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সেলিম।সেখানেই তিনি সংবাদ মাধ্যমকে জানান তৃনমূল হল চোরদের পার্টি।ওদের সঙ্গে লোকসভা নির্বাচনে কোন রকম সমঝোতা করা হবেনা।
এছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন ,ওনাদের কাজ হল শান্তিপূর্ন ভাবে ভোট করানো,কিন্তু তারা নিজেদের কাজ সঠিকভাবে করছেন না।
সায়নী ঘোষের ইডি দফতরে হাজিরা প্রসঙ্গে বলেন,কেউ চুরি ও দুর্নীতি করলে তাকে জেলে যেতে হবে।তদন্তের সম্মুখীন হতে হবে।
পাশাপাশি দে গঙ্গায় নাবালক যুবক খুনের ঘটনায় বামেদের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন পুলিশ সব খুনের পিছনে সিপিআইএম ও আই এস এফ কে ফাঁসানোর চেষ্টা করে ।কিন্তু কোর্টে গিয়ে হারতে হয়।
এছাড়াও বিজেপি কে কটাক্ষ করে বলেন বিজেপির কোন ভাল নেতা নেই।তাই রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন