
প্রশান্ত দাস,মালদা:সামনেই ২১সে জুলাই। ১৯৯৩ সাল থেকেই এই বিশেষ দিনটি শহীদ দিবস হিসাবে পালন করা হয়। তৃনমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দোাধ্যায় এই দিনটি বিশেষ গুরুত্ব সহকারে পালন করেন।প্রতি বছর কলকাতার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মী ও সমর্থকের আগামীদিনের লক্ষ্যপূরণের বার্তা দিয়ে থাকেন ।পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়লাভের পর ,এবারের শহীদ দিবস পালন নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে তৃনমূল কর্মী ও সমর্থকের মধ্যে।জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি।ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃনমূল কর্মী ও সমর্থকেরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। সেইমতো বুধবার মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল নেতা কর্মীরা।মালদা জেলা থেকে কোলকাতার শহীদ দিবসে যোগ দিতে প্রায় ১০ হাজার কর্মী সমর্থক আসছেন। জেলা থেকে প্রায় ১০০ টি বাস নেওয়া হয়েছে। শহীদ দিবসের মঞ্চে বন্দোপাধ্যায়সহ অন্যান্য নেতৃত্ব কি বার্তা দেন সেদিকেই নজর তৃণমূল কর্মী সমর্থকদের।