
প্রশান্ত দাস,মালদা:মালদহের বামন গোলা থানার পাকুয়াহাট এলাকায় নির্যাতিত দুই মহিলা মুক্তি পেলেন সংশোধনাগার থেকে।।সোমবার তাদের জামিন মঞ্জুর করেছিল মালদা জেলা আদালত। তারপরেই মঙ্গলবার জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন দুই নির্যাতিত দুই মহিলা।
উল্লেখ্য গত মঙ্গলবার মালদার পাকুয়াহাটে চোর অপবাদ দিয়ে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটে।সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। এদিকে ওই দুই মহিলাকে অন্য একটি মামলায় অভিযুক্ত করে জেলে পাঠিয়ে দেয় বামনগোলা থানার পুলিশ। এই নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। উত্তর মালদার বিজেপি সংসদ খগেন মুর্মুর নেতৃত্বে ২৪ ঘন্টা জেলার পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করা হয়।সোমবার দুই মহিলার জামিন মঞ্জুর করে আদালত।মঙ্গলবার জেল থেকে মুক্তি পাওয়ার পর ওই দুই মহিলা জানান তাদের কোন দোষ না থাকা সত্বেও তাদের অন্যায় ভাবে আটক করা হয়।প্রসঙ্গত দুই মহিলার নির্যাতনের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।এর সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা টেনে ইতিমধ্যেই ময়দানে নেমেছে বিজেপি।শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।