
প্রশান্ত দাস,মালদা:উন্মুক্ত রাস্তায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলছে মহিলারা, এমন দৃশ্য দেখেছেন কখনো। এই রকম বিরল দৃশ্যের সাক্ষী হতে গেলে ,আপনাকে আসতে হবে মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায়।এখানে মূলাষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়াড়িদের মেলা। যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতেন মহিলারা। প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীব-জন্তুর আনাগোনা ছিল। এবং তাদের হাত থেকে রক্ষা পেতেই মূলাষষ্ঠীর পুজো করা শুরু হয় । পুরুষদের সঙ্গে মহিলারাও আসতেন পূজো দিতে।মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন, সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদন করতেন। সময় পরিবর্তনের সঙ্গে মহিলারও জুয়া খেলায় অংশ গ্রহণ করতে শুরু করেন।সেই থেকেই নাকি এই মেলার ‘জুয়াড়ির মেলা’ হিসেবে পরিচিত লাভ। প্রথা মেনেই এই বছরও শনিবার মূলাষষ্ঠীর দিন আজব মেলা বসেছে । এবং বেহুলা নদীর তীরে বিশেষ ধরণের ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার পরই জুয়া খেলায় মেতে ওঠে মহিলারা এবং এদিন পুলিশ বা তাদের পরিবার কারোর তরফ থেকেই কোনো বাধা থাকে না। শুনতে বা দেখতে আজব হলেও আজও ঐতিহ্য মেনে এগিয়ে চলেছে জুয়ার মেলা।
ভিডিও দেখুন-