
প্রশান্ত দাস, মালদাঃ গতবছরের তুলনায় এবছর মালদায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক কম। এমনটাই জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত মালদহ হাসপাতালে ৭৪ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি হয়েছেন। গত কয়েকদিন ধরে প্রতিদিন একজন থেকে দুজন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে আগমন ঘটেছে ডেঙ্গির। বিভিন্ন জেলার পাশাপাশি এবার মালদাতেও হানা দিয়েছে ডেঙ্গি। জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ৭৪ জন ডিঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলেই জানা গিয়েছে। ডেঙ্গি রোধের জন্য জেলাস্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের উদ্যোগে প্রতি বুধবার জমা জল নিষ্কাশন করা হচ্ছে। যদিও এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমেছে বলেই সুত্র মারফত জানা গিয়েছে। মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানিয়েছেন এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গিতে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া প্রতি সপ্তাহে এক থেকে দুজন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন বলেও তিনি জানিয়েছেন।
সুদীপ্ত ভাদুরী আরো জানান গত বছরে তুলনায় এ বছরে ডেঙ্গি সংক্রমণ অনেকটাই কমেছে। মালদাতে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও ডেঙ্গি সংক্রান্ত বিষয় যথেষ্ট সতর্ক রয়েছে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মালদহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত বছরে তুলনায় যথেষ্ট কম এবং বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।