
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: সামনেই লোকসভা নির্বাচন ,তার আগে উত্তর বঙ্গ সফরে এসে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।রবিবার বানারহাটে এসে আদর্শ পল্লীর ভদ্র বাড়িতে চা খান মুখ্যমন্ত্রী।রবিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে জলপাইগুড়ি জেলার বানার হাঁটে পৌঁছন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বানার হাঁটে পৌছে এলাকার আদি বাসিন্দা ভদ্র বাড়ীতে চা পান করেন তিনি। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত বানার হাটের ভদ্র বাড়ির সদস্যরা। চা পান করার পাশাপাশি উপহার ও ফুলের তোড়া তুলে দিয়েছেন, প্রতিভা ভদ্র এবং বৌমার হাতে।