
বিগ বি-র বাড়িতে মমতা, রাখি পড়ালেন অমিতাভ বচ্চন উদ্ধব ঠাকরে কে
ওঙ্কার অনলাইন ডেস্ক:বিগ বি-র বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল পাঁচটা নাগাদ অমিতাভ বচ্চনের বাংলো জলসায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে রাখি পরান মমতা বন্দ্যোপাধ্যায়।পুরো বচ্চন পরিবারের সঙ্গে সময় কাটান। ছবি তোলেন বিগ বির পরিবারের সাথে। এদিন উদ্ধব ঠাকরেকেও রাখি পরান,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আগামী পয়লা সেপ্টেম্বর বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতেই তিন দিনের মুম্বই সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুম্বই সফরের বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।