
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : জীবনদায়ী ওষুধের দাম বাড়ায় ক্ষুব্ধ রাজ্য সরকার। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য ?’
তিনি এও বলেন, কেন্দ্র যদি সাধারণ মানুষের কথা না ভাবে তাহলে কে ভাববে। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে রাম নবমীর পর দলগতভাবে তৃণমূল পথে নামবে। ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়ে আগামীতে প্রতিবাদ মিছিল করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির সবুজ সংকেতে ১ এপ্রিল থেকেই ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে দেশে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার কপালে চিন্তার ভাঁজ। সুগার ক্যানসার , হার্ট , নার্ভ , জ্বর , হাঁপানি থেকে শুরু করে গ্যাস অম্বল প্রভৃতি প্রতিটি আবশ্যিক ওষুধের দাম বেড়েছে ১.৭৪ শতাংশ। যা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পক্ষে খুবই চিন্তার বিষয়। এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে, সব মিলিয়ে ৭৪৮টি ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। এই মূল্য বৃদ্ধি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ”কীভাবে চিকিৎসা করাবে মানুষ তাঁরা ভাবে না। ডাক্তার যখন এই ওষুধগুলি লিখবেন তখন গরিব মানুষ তা কিনতে পারবেন না। তাহলে কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য ? এই সিদ্ধান্ত কি একটি শ্রেণির জন্য নেওয়া হচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করাতে পারে ? শুধুমাত্র ওদের জন্য সরকার চলবে ?”
মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কেন স্বাস্থ্যবিমায় জিএসটি বসানো হবে, কেন বারবার এভাবে ওষুধের দাম বাড়ানো হবে ? ওষুধের দাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে এখন সাধারণ মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য। তাই তাঁর সরকার স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প এনেছে সাধারণ মানুষের জন্য। কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ জেনেরিক মেডিসিনের দাম বৃদ্ধি করা থেকে শুরু করে স্বাস্থ্যবিমাতেও জিএসটি বাড়িয়ে দিচ্ছে। তাঁর সাফ কথা, স্বাস্থ্যই হচ্ছে মানুষের সম্পদ। তার ওপর এভাবে টাকার চাপ দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে, যা উচিত নয়। ওষুধের এই দাম বৃদ্ধির খবরে তিনি স্তম্ভিত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে এবার তাই পথে নামার ডাক দিলেন মমতা। আগামী ৪ এবং ৫ এপ্রিল রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী।