
ওঙ্কার ডেস্ক : ছ দফা ভোট শেষ. বাকি আর একটি দফা. আর শেষ দফা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি ও সিপিএমের যোগসাজশের অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। তিনি বলেন, ‘বেশকিছু জায়গায় সমঝোতা হয়েছে. দমদমে বিজেপির ভোট সিপিএমে যাবে. বরানগর উপনির্বাচনে সিপিএমের ভোট যাবে বিজেপিতে’। বারুইপুরের জনসভা থেকে বিজেপি-সিপিএম-এর ফের একবার বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।