
নিজস্ব প্রতিনিধিঃ মাথায় চোট থাকলেও যত দ্রুত সম্ভব প্রচারে ফিরতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যদিও চিকিৎসকরা আপাতত তার বিশ্রামে থাকবার পক্ষে। উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে আঘাত পান। কিভাবে তিনি মাথায় চোট পান সেটা অবশ্যই স্পষ্ট হয়নি। এসএসকেএম সূত্রে বলা হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন তাকে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে। যদিও চিকিৎসকদের মতে হঠাৎ মাথা ঘুরে গেলে পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে এরকম অনুভূতি আসতে পারে। ঘটনা যখন ঘটে কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও উপস্থিত ছিলেন। দুর্ঘটনা ঘটবার পর মমতা বন্দ্যোপাধ্যায় কোন এসকট ছাড়াই পিচির উদ্দেশ্যে রওনা হয়ে যান সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। পিজিতে চিকিৎসার পর রাত ন’টা চল্লিশ নাগাদ তিনি ফের বাড়িতে ফেরবার জন্য রওনা হন। দশটার আগেই তিনি বাড়িতে পৌঁছে যান। শুক্রবার সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বিগ্ন অনুরাগীদের বাড়ির সামনে ভিড় করতে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।