
নিজস্ব প্রতিনিধিঃ গেরুয়া শিবিরের রাম মন্দিরের পাল্টা সম্প্রতি যাত্রার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্ধোধন। যা নিয়ে গেরুয়া শিবিরের তৎপড়তা চোখে পড়ার মতো। এবার এই দিন ই পাল্টা পথে নামছে তৃণমূল। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এই সম্প্রতি যাত্রা কর্মসূচি ঘোষণা করেন খোদ তৃণমূল সুপ্রিমো। কলকাতার পাশাপাশি, রাজ্যে জুড়েও এই মিছিল করা হবে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ২২ তারিখ রাজ্যে জুড়ে সম্প্রতি মিছিল হবে।হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে। সকল ধর্মের মানুষ মিছিলে হাঁটবেন।
অন্যদিকে ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্ধোধন রাম মন্দিরের। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় জাতীয় রাজনীতি। দেশের চার ধামের শংকরাচার্য বেঁকে বসেছেন। মন্দিরের কাজ সম্পূর্ণ না করে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মূলত আপত্তি তাদের। এই খবর সামনে আসতেই স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।