
আশিস মণ্ডল, বীরভূম : দিল্লিকা লাড্ডু যো খায়া ওয় ভি পস্তায়া যো নেহি খায়া ওয় ভি পস্তায়া, কিন্তু এই খাওয়ার কারণে যে এমন ভাবে পস্তাতে হবে সে কে আর ভেবেছিল?
সাধারণত বিয়ে মানেই সেজেগুজে বিয়ে বাড়ি যাওয়া আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। কিন্তু খেতে বসে যে প্রাণ হাতে নিয়ে দৌড়াতে হবে তা কে ভেবেছিল? যেমনটা ভাবেননি, কনে যাত্রীরা। এমন কাণ্ড ঘটেছে যা জানলে উঠতে হয়।
প্রশ্ন কনেযাত্রী ৫ জন বেশি কেন ? এই নিয়ে বচসা শুরু তারপরেই হাতাহাতি আর লাঠা লাঠি। পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়িতে বৌভাতের অনুষ্ঠানে খেতে বসা মেয়ের বাড়ির অতিথিদের বেধড়ক মার, আহত ২৪ জন। লাঠি বাঁশের আঘাতে কারুর ফেটেছে মাথা, কারুর ভেঙেছে হাত পা। কনের মামার গালে সপাটে চর মারায় তিনিও বধির হয়েছেন। স্বাভাবিক ভাবেই দায়ের হয়েছে অভিযোগ। কনের পরিবার ও আত্মীয়দের খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বর-সহ চার জন,বাকী বরের পরিবার ও আত্মীয় সজন পলাতক। পুলিশ ও গ্রামবাসীদের সাহায্যে কনেকে অবশ্য উদ্ধার করা গেছে। স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় সে । আর বর বাবাজী আপাতত বাসর ঘরের বদলে গেছেন শ্রীঘরে।