
সুপ্রভা অধিকারী, ওঙ্কার বাংলাঃ বিয়ের মরশুম চলছে , সিনেমার তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই নিজের সঙ্গী বা সঙ্গীনিকে সাত পাকে বাঁধতে মাঠে নেমে পড়েছেন। ভারত বর্ষে যেমন বিভিন্ন ধর্ম রয়েছে, তাদের বিভিন্ন রকম রীতি রেওয়াজ ও রয়েছে। হিন্দু ধর্মের মত অনুসারে বিবাহের একটি গুরুত্ব পূর্ণ রীতি হলো সাত পাকে বাঁধা, অগ্নি কে সাক্ষী রেখে বর ও কনে আগুনের চারপাশে সাত বার ঘোরে, এবং শুধু ঘোরাই নয় প্রতিবার একটি করে প্রতিশ্রুতি দিতে হয় একে অপরকে, কিন্তু মুশকিল টা হলো বিয়ের সময় সাধারণত সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করতে হয় অনেকেই তা বুঝতে পারেন না ফলে না বুঝেই অনেক অজানা প্রতিশ্রুতি দিয়ে ফেলি।
কিন্তু জানতে তো ইচ্ছে হয় তাই না, যে খট মট সংস্কৃতে আমি আমার সঙ্গিনী কে কি প্রতিশ্রুতি দিলাম! চলুন দেখে নিই সাত পাকের সাত টি প্রতিশ্রুতি কি কি
প্রথম পাক : দম্পতি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তারা যেন একে ওপরের খাদ্য ও স্বাচ্ছন্দের দায়িত্ব নিতে পারে, অর্থাৎ বিয়ে করেছে মানেই স্বামীকেই খাওয়া পরার দায়িত্ব নিতে হবে এমন কথা নেই একজন স্ত্রীও সমান ভাবে সেই দায়িত্ব নিতে পারে
দ্বিতীয় পাক : দম্পতি প্রার্থনা করেন তারা যেন একে অপরের সাথে সুখ ও দুঃখ ভাগ করে নিতে পারে
তৃতীয় পাক : দম্পতি একসাথে প্রতিজ্ঞা করেন তারা একে অপর কে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবেন এবং স্বামী প্রতিজ্ঞা করে তিনি তার স্ত্রীর সতীত্ব রক্ষা করার দায়িত্ব নেবেন।
চতুর্থ পাক : এই পাকে স্বামী ও স্ত্রী একে অন্যকে পরিপূর্ণতা দেওয়ার প্রতিশ্রুতি দেন, এবং সব রকম পরিস্থিতি তে একে অন্যের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পঞ্চম পাক : দম্পতি একে অপর কে ভালোবাসা ও সম্মান দেওয়ার প্রতিজ্ঞা করেন।
ষষ্ঠ পাক : এই পাকে স্বামী ও স্ত্রী প্রতিজ্ঞা করেন তারা সারাজীবন একসঙ্গে থাকবেন, কোনো অবস্থাতেই একে অপর কে ছেড়ে যাবেন না।
সপ্তম পাক :এটি সর্বশেষ প্রতিশ্রুতি, এই পাকে দম্পতি ভগবানের আশীর্বাদ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন তারা যেন একে অপরের প্রতি সৎ ও বিশ্বস্ত থাকতে পারেন। এবং তাদের বিবাহিত জীবন যেন সুখ সমৃদ্ধি তে ভরে ওঠে।